চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়

|

ছবি: সংগৃহীত

শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের আসর থেকে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে আয়াক্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ১-১ গোলে ড্র করেছিল ম্যানইউ। তাই ফিরতি লেগে এবার ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও শেষ আট নিশ্চিত হতো রেড ডেভিলদের। তবে রোনালদো-ফার্নান্দেজদের ব্যর্থতায় তা হয়নি।

ম্যাচের শুরুতেই রদ্রিগো পলের জোরালো শট ফিরিয়ে স্বাগতিকদের ত্রাণকর্তা গোলরক্ষক ডি গিয়া। ৩৪ মিনিটে জোয়াও ফেলিক্সের গোল বাতিল হয় অফসাইডে। তবে মিনিট ছয়েকের মাথায় ঠিকই উচ্ছ্বাসে ভাসে অ্যাটলেটিকো শিবির। রেনান লোদির গোলে ডেডলক ভাঙে দলটি।

এদিকে, বিরতির পর একাদশে তিন পরিবর্তন এনেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি ম্যানইউ কোচ রাংনিক। পরাজয়ের হতাশায় আসর থেকে বিদায় ইংলিশ জায়ান্টদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply