ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলের একটি হাসপাতালে ৪০০ রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে জিম্মি করে রেখেছে রুশ সেনাবহর। খবর বিবিসির।
মঙ্গলবার (১৫ মার্চ) শহর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য তারা বর্তমানে কেমন অবস্থায় রয়েছেন সেটি জানা যায়নি।
মারিওপোল প্রশাসনের দাবি, চলমান অভিযানে প্রাণ হারিয়েছেন শহরের ২১শ’র বেশি বাসিন্দা। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এমনটাই শঙ্কা প্রশাসনের। কারণ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে দেয়া এবং রুশ বাহিনীর বিপুল হামলার কারণে সঠিক তথ্য সংগ্রহ করা যাচ্ছে না।
রুশ অভিযানের শুরু থেকেই চারপাশ থেকে ঘেরাও করা হয় আজভ সাগর তীরের শহরটিকে। মারিওপোলের কোনো বাসিন্দা বের হতে পারেননি। বন্দর নগরীটি দখলে নিতে পারলে ক্রাইমিয়া থেকে সরাসরি স্থলসীমান্ত স্থাপন করতে পারবে রাশিয়া। ইউক্রেন হারাবে কৃষ্ণ সাগরের সাথে সব যোগাযোগ।
আরও পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য তৈরি হাজার হাজার সিরিয়ান যোদ্ধা, বেতনও নির্ধারিত!
ইউএইচ/
Leave a reply