ইউক্রেনে সাময়িক অস্ত্রবিরতির সুযোগে ৩০ হাজারের মতো ইউক্রেনীয়কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (আইসিআরসি)। খবর বিবিসির।
আইসিআরসি জানায়, মানবিক করিডর দিয়ে সামি শহর থেকেই উদ্ধার করা হয় সর্বাধিক মানুষ। শতাধিক বাসের মাধ্যমে এসব বাসিন্দাকে সরানো হয় লুবনি এলাকায়। পরে রেডক্রসের সহযোগিতায় উদ্ধারকৃতদের প্রতিবেশী দেশগুলোর সীমানায় দিয়ে আসা হবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন (ইউএনএইচসিআর) এর তথ্য অনুসারে, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছেন ৩০ লাখের বেশি শরণার্থী। এর সিংহভাগই গেছে পোল্যান্ডে। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুতদের মধ্যে রয়েছে ১৪ লাখের বেশি শিশু। অর্থাৎ, রুশ আগ্রাসনের পর থেকে প্রতিদিন গড়ে ৭৩ হাজার শিশু ছেড়েছে জন্মভূমি ইউক্রেন।
আরও পড়ুন: ঘুমাচ্ছে ভেবে মায়ের পাশেই শুয়ে পড়তো ১০ বছরের ছেলে, ৪ দিন পর জানা গেল ‘মৃত’
এম ই/
Leave a reply