সরকার ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বৃষ্টির ও নদীর পানি সংরক্ষণের তাগিদ দিয়েছেন তিনি।
চট্টগ্রামের মানুষের পানির চাহিদা পূরণে তৈরি করা হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার ফেজ টু। বুধবার (১৬ মার্চ) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এমন মন্তব্য করেন।
চট্টগ্রাম ওয়াসার এই উদ্যোগে মহানগরীতে দৈনিক আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানির সরবরাহ বাড়বে।
প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্ত পানির ওপর চাপ কমাতে হবে। বাড়াতে হবে ভূ-উপরিস্থ পানির ব্যবহার। পর্যায়ক্রমে বিশুদ্ধ পানি পৌঁছে যাবে দেশের শতভাগ মানুষের কাছে। পরিবেশ ও প্রাণবৈচিত্র রক্ষা করতে হবে। নদীর পানি যাতে কিছুতেই দুষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় চট্টগ্রাম ও আশপাশের এলাকার মানুষের উন্নয়ন নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
/এমএন
Leave a reply