রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন চতুর্থ রুশ জেনারেল। এমন দাবি করে ইউক্রেনের অফিসিয়ালরা ইঙ্গিত দিয়েছেন যে, চলমান যুদ্ধে অনেক কিছুই পুতিনের পরিকল্পনা মাফিক চলছে না এবং মস্কোর কমান্ডারদের সামনে থেকে যুদ্ধ করার মতো ক্ষেত্র তৈরি হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ-পূর্বের শহর মারিওপোলের উপকণ্ঠে তীব্র লড়াইয়ের সময় রাশিয়ান মেজর জেনারেল ওলেগ মিতায়েভকে হত্যা করেছে। তবে কিয়েভের এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি। তাছাড়া, মেজর জেনারেল ওলেগ মিতায়েভের মৃত্যুর ব্যাপারে মস্কোর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
গেরাশচেঙ্কো লিখেছেন, ১৫০ তম মোটরাইজড রাইফেল ডিভিশনের কমান্ডার ছিলেন মিতায়েভ। সেই সাথে ওলেগ মিতায়েভের একটি ছবিও পোস্ট করেন তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কিও কিয়েভ থেকে রাত্রিকালীন বার্তায় একজন রুশ জেনারেলের মৃত্যুর ব্যাপারে জানান, তবে তিনি কোনো নাম উল্লেখ করেননি।
ধারণা করা হচ্ছে, প্রায় ২০ জন মেজর জেনারেলকে ইউক্রেন অভিযানের নেতৃত্বদানে পাঠিয়েছিল রাশিয়া।
আরও পড়ুন: ‘চাকরি ছাড়ুন নয়তো আজীবন পস্তাতে হবে’
এম ই/
Leave a reply