Site icon Jamuna Television

অতিরিক্ত মদ্যপানে সাভারে শিক্ষকের মৃত্যু

সাভারে মদ্যপানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত আরমান জামালপুর জেলার নেরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বুধবার (১৬ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত রাতে আরমান জামালপুর থেকে আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। পরে সেখানেই তিনি মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপানে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এসজেড/

Exit mobile version