রাবি শিক্ষক অধ্যাপক তাহের হত্যা মামলার আপিলের রায় ৫ এপ্রিল

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার রায় ৫ এপ্রিল। বুধবার (১৬ মার্চ) যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

প্রায় ৯ বছর পর আপিল বিভাগে অধ্যাপক তাহের হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়। ৪ সপ্তাহ ধরে চলে শুনানি। আপিলে সব আসামির মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিদের কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি নেয়ার অভিযোগ তাদের আইনজীবীদের। আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল চেয়েছেন অধ্যাপক তাহেরের পরিবার।

২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে অধ্যাপক তাহেরের মৃতদেহ পাওয়া যায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ের পর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করে। ২০১৩ সালে তাহের হত্যা মামলায় সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। বাকি দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়েছিল।

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হওয়ায় অধ্যাপক তাহেরের পরিবার আপিল করেন। দণ্ডিত চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply