পুতিন ইউরোপের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা খেলছেন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

|

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস

ইউরোপের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা খেলছেন ভ্লাদিমির পুতিন। তিনি ইউরোপের নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছেন, বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। তিনি বলেন, পুতিন ইউরোপের শান্তি নিয়ে স্মোক এন্ড মিরর (বিখ্যাত ভিডিও গেম) খেলছেন। খবর দ্য গার্ডিয়ানের। 

বুধবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি, তেল ও গ্যাসের বিকল্প উৎস খুঁজতে উপসাগরীয় দেশগুলোতে সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্য কী তেল-গ্যাসের বিকল্প উৎস খুঁজছে? এমন প্রশ্নের জবাবে লিজ ট্রস বলেন, একদম ঠিক। পুতিনের যুদ্ধ চালানোর টাকার যোগানে অনেকগুলো উৎসের একটি হলো তেল ও গ্যাস বিক্রির টাকা। আমি বলছি না যে আমরা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের সবগুলো নীতির সাথে একমত। কিন্তু তারা ভ্লাদিমির পুতিনের মতো বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি নন। 

লিজ ট্রস আরও বলেন, জাতিসংঘে ১৪১টি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। তাদেরকে আমাদের সঙ্গে ধরে রাখতে হবে। আর যেকোনো মূল্যে পুতিনকে থামাতে হবে। তিনিই আসল হুমকি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply