করোনায় মৃত্যুশূন্য আরও একটি দিন

|

ফাইল ছবি।

করোনায় মৃত্যুহীন আরও একটি দিন পার করলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা যায়নি কেউ। মঙ্গলবারও (১৫ মার্চ) করোনায় মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ। এরও আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যু শূন্য ছিল দেশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। আর মোট প্রাণহানি হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply