আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পরীক্ষামূলক এ মিসাইল উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
বুধবার (১৬ মার্চ) উত্তর কোরিয়া এ মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০২২ সালে এটি উত্তর কোরিয়ার ১০ম মিসাইল পরীক্ষা বলে মনে করছেন আঞ্চলিক রাজনীতি বিশ্লেষকরা। তাদের সন্দেহ তথাকথিত দানব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো পূর্ণ পরিসরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত জানুয়ারিতে ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে একটি ‘পর্যবেক্ষণ স্যাটেলাইট’ বলে দাবি দেশটির।
/এসএইচ
Leave a reply