Site icon Jamuna Television

মুম্বাইয়ে হামলার শিকার দিল্লি ক্যাপিটালসের টিমবাস

ছবি: সংগৃহীত।

মুম্বাইয়ে হামলার শিকার হয়েছে দিল্লি ক্যাপিটালসের টিম বাস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগেই এমন হামলায় তাই আসরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে মুম্বাইয়ে এক রাস্তার ধারে রাখা ছিল দিল্লি ক্যাপিটালসের টিম বাস। সেখানে অজ্ঞাতনামা ৫-৬ জন লোক এসে বাসে হামলা চালায়। চেষ্টা চলে ভাঙচুরের। তাদের পরিচয় সঠিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা এমএনএস পরিবহন শাখার সদস্য। বিষয়টি নিয়ে এফআইআর করা হয় মুম্বাই পুলিশের কাছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, দিল্লির টিমবাস আনা হয়েছে উত্তর প্রদেশ থেকে। এই বিষয়টি নিয়েই ক্ষোভ এমএনএস কর্মীদের। তাদের যুক্তি, মুম্বাইয়ে খেলা হলেও এখানকার স্থানীয় পরিবহনের কোনো বাস কেন নেওয়া হয়নি! মুম্বাইয়ে কি কোনো ভালো বাস ছিল না!

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫ তম আসর। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

জেডআই/

Exit mobile version