সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করতেন যে শুধু আলোচনার জন্যই ইউক্রেনে সীমান্তে সেনা পাঠিয়েছিলেন পুতিন। কিন্তু রাশিয়ান সেনারা আগ্রাসন চালানোয় বিস্মিত হয়েছেন তিনি। খবর এনডিটিভির।
বুধবার (১৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ওয়াশিংটন এক্সামিনারে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি বিস্মিত। আমি ভেবেছিলাম আলোচনা করবেন বলেই ইউক্রেন সীমান্তে সেনা পাঠিয়েছেন পুতিন। আমার মনে হয়েছিল অনেক কঠিন হলেও কিন্তু আলোচনার জন্য বেশ স্মার্ট উপায় এটি। আমার মনে হয়, পুতিন বদলে গেছেন, এটা বিশ্বের জন্য দুঃখজনক।
ট্রাম্প আরও বলেন, আমি মনে করেছিলাম অন্যান্যদের মতো পুতিনও যুক্তরাষ্ট্র ও অন্যদের সাথে ভাল একটি বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। তারপর থেকে এ পর্যন্ত বেশকিছু গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। চেষ্টা চলছে রাজধানী কিয়েভ দখল করে সমগ্র ইউক্রেনে মস্কোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার।
/এসএইচ
Leave a reply