২১ এপ্রিল থেকে সব ধরনের পরমাণু অস্ত্র পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ বন্ধ রাখবে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককে সামনে রেখে এ ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় এ তথ্য। বলা হয়, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নেতা।
আগামী সপ্তাহেই দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে বৈঠকে বসবেন কিম জং উন। কোরিয়া শান্তি আলোচনার ধারাবাহিকতায় জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও আলোচনায় বসার কথা রয়েছে তার। টুইট বার্তায়, উত্তর কোরীয় নেতার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Leave a reply