ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গণহত্যার অভিযোগের শুনানিতে গতকাল বুধবার (১৬ মার্চ) এ আদেশ দেন আদালত। খবর দ্য গার্ডিয়ানের।
আন্তর্জাতিক বিচার আদালত জানায়, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে গত ২৪ ফেব্রুয়ারি যে সামরিক অভিযান শুরু করেছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। রাশিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে, তার নিয়ন্ত্রণাধীন বা মস্কো সমর্থিত অন্যান্য বাহিনী যেন সামরিক অভিযান চালাতে না পারে।
শুনানিতে ইউক্রেন জানিয়েছে, ১৯৪৮ সালে জাতিসংঘের গণহত্যা কনভেনশনে দুই দেশই সই করেছে। তাই দুই দেশের কেউই একটি গণহত্যাকে ঠেকাতে আরেকটি গণহত্যা চালাতে পারে না বলে ইউক্রেনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এই আদেশের পর রাশিয়া একটি লিখিত আবেদনে জানিয়েছে, আইসিজে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে নাG
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি আইসিজেতে আবেদন করে ইউক্রেন। এ আবেদনের শুনানি শুরু হয় গত ৭ মার্চ এবং রাশিয়া সেদিন শুনানি বর্জন করে। পরে অবশ্য শুনানিতে অংশ নেয় রাশিয়া।
/এমএন
Leave a reply