বরিশাল ব্যুরো:
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিএম কলেজ
সড়কে অবস্থিত বিভাগীয় গ্রন্থাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম হোসেন (২৪) বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের তৃতীয়
বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার কাশিপুর বিল্ববাড়ি এলাকার প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। পড়াশুনার
পাশাপাশি স্থানীয় একটি ইন্টারনেট প্রভাইডার কোম্পানিতে চাকরি করতেন নাদিম।
বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুর রহমান জানান, নিহত নাদিমের অনার্স
তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিলো। পরীক্ষার কেন্দ্র ছিল সরকারি বিএম কলেজ। বিকেল ৫টায় পরীক্ষা
শেষে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন নাদিম। পরীক্ষা কেন্দ্র থেকে কয়েকগজ
দূরে বিএম কলেজ সংলগ্ন বিভাগীয় গ্রন্থাগারের সামনে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে
দ্রুত পালিয়ে যায়।
এ সময় সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন নাদিম। তাৎক্ষণিক উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাস ও এর চালককে
গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান এডিসি ফজলুর রহমান।
নাদিমের ছোট ভাই নাজমুল হোসেন জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে নাদিম সবার বড়। মাত্র ২২ দিন আগে
তিনি বিয়ে করেছেন। মা, ভাই, ভাবি ও বোনকে নিয়ে তারা একসাথে বসবাস করতেন। বাবা সৌদিআরবে থাকেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, মস্তিষ্কে
প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে নাদিমের মৃত্যু হয়েছে।
জেডআই/
Leave a reply