লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

|

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফাইল ছবি।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে রেজাউল করিম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের নিহতের খবর পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা অপর যুবক বাবুল মিয়া (৩৪) আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৬ মার্চ) গভীর রাতে সীমান্তের মেইন পিলার ৮৬১ এর নিকট ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। নিহতের লাশ ও আহত ব্যক্তি ভারতের অভ্যন্তরে রয়েছে। নিহত রেজাউল উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের মনছুর আলীর ছেলে ও আহত বাবুল মিয়া একই গ্রামের বেলাল মিয়ার ছেলে।

তবে নিহতের পরিবার জানান, গতকাল রাতে রেজাউলসহ কয়েকজন সীমান্তে যায়। অন্যান্যরা ফিরে আসলেও রেজাউল ফিরে আসেনি। বিএসএফ রেজাউলকে মেরে ফেলেছে। ভারত থেকে রেজাউলের লাশ ফেরত আনার জন্য স্থানীয় বিজিবি ক্যাম্প ও ইউপি চেয়ারম্যানের কাছে গিয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে জানান নিহতের ভাই একরামুল।

এ ব্যাপারে ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার জানান, বিভিন্ন মাধ্যমে তারা বিষয়টি শুনেছেন। নিহত ও আহত ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply