সরকারি দফতরের ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণা, আটক ৪

|

আটককৃত ৪ প্রতারক।

বগুড়া ব্যুরো:

বিভিন্ন সরকারি দফতরের ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ জনকে আটক করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে চাকরি সংক্রান্ত প্রতারণার সঙ্গে যুক্ত চক্রটি সরকারি হাসপাতাল, ভূমি অফিসসহ জনবহুল দফতরগুলোতে এই নিয়োগ-প্রতারণার জাল ব্যবহার করতো বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে গুড়ার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য জানান। বুধবার (১৬ মার্চ) রাতে আবদুর রাজ্জাক আফজাল, নুরুজ্জামান সজল, সাদেকুল ইসলাম ও লুৎফর রহমান মালেক নামেপ্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সম্প্রতি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় পদে নিয়োগপ্রত্যাশী এক যুবক প্রতারণার শিকার হয়। এ ঘটনা নিয়ে করা তদন্তে দেখা যায়, একটি প্রতারকচক্র নিজেদেরকে হাসপাতালের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই যুবকের কাছ থেকে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দফতের চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, পরিচয়পত্র এমনকি সরকারি দফতরের ভুয়া রেজিস্ট্রার খাতা তৈরি করে অভিনব কৌশলে প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply