অবরূদ্ধ মারিওপোলে অব্যাহত রয়েছে রুশ সেনাবহরের হামলা। বুধবার (১৬ মার্চ) ইউক্রেনের এই বন্দর নগরীর একটি থিয়েটারে হয়েছে ভারী গোলাবর্ষণ, যেখানে আশ্রয় নিয়েছিল কমপক্ষে ১২ শ’ মানুষ। খবর বিবিসির।
মারিওপোলের মেয়র ভাদিম সার্গিভিচ বয়চেঙ্কো জানান, বেসামরিকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ঐ থিয়েটার। রুশ বাহিনীর হামলার সময়ও ভেতরে ছিলেন কমপক্ষে ১২শ’ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্যাটেলাইট ইমেজে ভবনের একাংশ ধ্বংসের চিত্র ধরা পড়লেও জানা যায়নি প্রকৃত হতাহতের তথ্য। প্রশাসনের শঙ্কা, চাপা পড়ে থাকতে পারেন অনেকে।
শহরটির ডেপুটি মেয়র সের্গেই অরলভ বিবিসিকে বলেন, ধারণা করছি অনেকেই টিকে গেছেন। তবে স্বেচ্ছাসেবীদের পক্ষে উদ্ধারকাজ চালানো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ প্রতিনিয়ত শেল ছোড়া হচ্ছে সেখানে।
এদিকে, রুশ গণমাধ্যম বলছে, সাময়িক অস্ত্রবিরতির সুযোগে বাসযোগে সরানো হয়েছে মারিওপোলের কমপক্ষে ৩০০ বাসিন্দাকে। আপাতত তাদের রোস্তোভ সীমান্তে নেয়া হয়েছে। অভিযানের শুরু থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি ঘিরে চলছে ব্যাপক হামলা।
আরও পড়ুন: ‘যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে তুরস্ক এবং পোল্যান্ড’
এম ই/
Leave a reply