দক্ষিণ আফ্রিকায় মাশরাফীকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে সাকিব

|

ছবি: সংগৃহীত।

আর মাত্র ১ টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে টপকে যাবেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২১৮ টি ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামলেই তা হবে সাকিবের ২১৯ তম ম্যাচ।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচ সংখ্যা ২৩০টি। ২২২টি ম্যাচ খেলা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন দ্বিতীয়স্থানে।

আরও পড়ুন: ডোমিঙ্গোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনলেন মাশরাফী

২১৮ ওয়ানডে ম্যাচে ৩৭.৪২ এভারেজে সাকিব মোট রান করেছেন ৬ হাজার ৬৬০। যার মধ্যে সেঞ্চুরি রয়েছে নয়টি ও হাফ সেঞ্চুরি রয়েছে ৪৯টি। বোলিংয়েও দুর্দান্ত পরিসংখ্যান সাকিবের। ২৯.৪ এভারেজে নিয়েছেন ২৮২ উইকেট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply