ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা দিয়ে বিশ্বযুদ্ধের ঝুঁকি নিতে চায় না যুক্তরাষ্ট্র

|

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি

 ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করে রাশিয়ার সাথে আরও বৃহত্তর যুদ্ধ বা বিশ্বযুদ্ধে জড়াতে নারাজ বাইডেন প্রশাসন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি শক্তিশালী ও আবেগপূর্ণ ভাষণ দিয়েছেন। তবে আমরা আগেও বলেছি যে, নো-ফ্লাই জোন ঘোষণা করলে সেটি বাস্তবায়ন করে দেখানোরও প্রয়োজন হবে। আমাদেরকে রাশিয়ার প্লেনগুলোকে লক্ষ্য করে গুলি করতে হবে, ন্যাটোকেও রাশিয়ার প্লেন গুলি করে নামাতে হবে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর কয়েকদিন পর থেকেই প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাদের প্রতি ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়ে আসছেন। তবে সামরিক জোট ন্যাটো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেরা এ প্রস্তাব শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply