স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিক্স নামের একটি স্পিনিং মিলে সংঘটিত ভয়াবহ
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় পাচঁ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এ আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৪ টার দিকে মিলের টিনশেড ভবন থেকে আগুনের সূত্রপাত ঘটে ব অলে জানা যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। পরে খবর পেয়ে আদমজী ইপিজেড, বন্দর ফায়ার সার্ভিস,
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং মেঘনা গ্রুপের বেসরকারি একটি স্টেশনসহ মোট আটটি ইউনিট প্রায় পাচঁ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় শ্রমিক আকবর আলী জানান, আগুন লাগার পরপরই স্পিনিং মিলে কাজ কার শ্রমিকরা আগুনের ধোঁয়া দেখে দ্রুত বের হয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে তারা ৯৯৯ ফোন করে আগুন লাগার বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, প্রায় ২ লাখ বর্গ মিটারের এই গোডাউনটিতে বিপুল পরিমাণ তুলা, সুতা ও তুলা তৈরির কাঁচামাল ও গার্মেন্টের পরিত্যক্ত জুট রাখা ছিলো। যার কারণে আগুন দ্রুত পুরো গেডাউনে ছড়িয়ে পড়ে। এতো বড় গোডাউনে দুটি বা তিনটি কক্ষ থাকার কথা কিন্তু এখানে তা ছিল না। এছাড়াও ফায়ার ফাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থাও চোখে পড়েনি। আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। তবে কোন হতাহতের খবর আমাদের কাছে আসেনি।
/এসএইচ
Leave a reply