দারুণভাবে ঘুরে দাড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। নিজেদের মাঠে প্রথম লেগ ০-০ গোলে ড্র থাকার পর দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দল।
অবশ্য গালাতাসারের মাঠে প্রথম গোল খেয়েছিলো বার্সেলোনা। ম্যাচের ২৮ মিনিটে মারাকাউয়ের গোলে লিড নেয় গালাতাসারে। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ফারান তোরেসের এসিস্টে ৯ মিনিট পরেই বার্সাকে সমতায় ফেরান পেদ্রি। আর ম্যাচের ৪৯ মিনিটে জয় সূচক গোলটি করেন পিয়েরে আবামেয়াং। বার্সায় যোগ দেয়ার পর এটি তার সপ্তম গোল।
১৯৭১ সালের পর ইউরোপের দ্বিতীয় স্তরের লিগে প্রথমে পিছিয়ে পড়ে এটি বার্সার মাত্র দ্বিতীয় জয়। ১৯৭৮ সালে প্রথমে পিছিয়ে পড়ে একবার জয় পেয়েছিল দলটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে এসেছিল সেই জয়টি।
জেডআই/
Leave a reply