ইউক্রেনে যুদ্ধে নামছে নানা শ্রেণি-পেশার মানুষ, ফিরছেন সাবেক সৈন্যরাও

|

দিন যতো গড়াচ্ছে রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে বাড়ছে প্রাণহানির সংখ্যা। ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে একের পর এক শহর। আর তাই কয়েকদিন আগেও যে ইউক্রেনীয় ছিল সাধারণ ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, দেশ রক্ষায় এখন তিনিই যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই। রাশিয়ার আগ্রাসনে নিহত যোদ্ধাদের মরদেহ নিতে মর্গগুলোতে ভিড় জমাচ্ছেন স্বজনরা।

ইউক্রেনের দক্ষিণের শহর মাইকোলেইভেও একই দৃশ্য। একের পর এক লাশ নেয়া হচ্ছে মর্গে। অনেক স্বজন অপেক্ষা করছেন স্বজনের মরদেহ নিতে। এমন দৃশ্য এখন ইউক্রেনের অনেক শহরেরই। রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একেকটি শহর, প্রাণ হারিয়েছে দেশটির কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে প্রতিদিনই দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছেন দেশটির নানা শ্রেণি-পেশার মানুষ। এমনকি অনেক সাবেক সৈন্যও ফিরেছেন যুদ্ধের ময়দানে।

তেমনই একজন সোভিয়েত ইউনিয়নের হয়ে আফগানিস্তানে যুদ্ধ করা ৬০ বছর বয়সী সাবেক সৈন্য ওলেগ ক্রেচৌন এখন লড়াইয়ে নেমেছেন রাশিয়ার বিপক্ষে। তিনি বলেন, এরা আমাদের সন্তান, আমাদেরই নাতি-নাতনি। এটা আমাদের জন্মভূমি, আমাদের গর্ব। বিজয়ের আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো

পরবর্তী প্রজন্মকে নিরাপদ দেশ উপহার দিতে লড়াইয়ে নেমেছেন এসব সাধারণ ইউক্রেনীয়রা। আর তাই, রুশ আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে প্রাণ দিতেও পিছপা হচ্ছেন না তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply