যুদ্ধে কর্মরত উদ্ধারকর্মী ও ফায়ার ব্রিগেড সদস্যদের পদক দিয়ে সম্মান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। কঠিন সময়ের মধ্যেও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য এসব কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানী কিয়েভে ছোট্ট পরিসরের একটি অনুষ্ঠানের আয়োজন করে এই পদক দেয়া হয়। এ সময় জেলেনস্কি বলেন, ফ্রন্টলাইনে কর্মরতদের উৎসাহ দিতেই সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। একইদিন কিয়েভের একটি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিবার-স্বজন হারানো আহতদের সাহস যোগান। আশ্বাস দেন, খুব শিগগিরই ইউক্রেনে ফিরবে শান্তি।
রাশিয়া সামরিক অভিযান শুরুর পর, কয়েকবারই ইউক্রেনীয় প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার গুজব ওঠে। অভিযোগটি মিথ্যা প্রমাণের জন্যেই ঘন-ঘন জনসম্মুখে আসছেন জেলেনস্কি মনে করা হচ্ছে এমনটিই।
এসজেড/
Leave a reply