আর মাত্র ৫ রান করতে পারলেই আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতো বাংলাদেশ। সেটি আর হলো না। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৬ রানে অলআউট হলো বাঘিনীরা।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে ফিরে যান ওপেনার শামিমা সুলতানা। ৩০ রানের মাথায় ১৭ রান করে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার শারমিন আক্তারও। এরপর ৩০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। তবে ৬০ রানের মাথায় ফিরে যান ৩ বাংলাদেশি ব্যাটার। ফারজানা ২৩ রান করে আউট হলেও ০ রানেই সাজঘরের পথ ধরেন রুমানা আহমেদ ও রিতু মনি। ৮৫ রানের মাথায় ফিরে যান নিগার সুলতানা ও ফাহিতা খাতুনও। দলীয় ১১০ রানে ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান সালমা খাতুন। দলের স্কোরবোর্ডে আর ১২ রান যোগ করতেই নবম উইকেট হিসেবে বিদায় নেন জাহানারা আলম। শেষ উইকেট জুটিতে ফারিহা তৃষ্ণাকে নিয়ে জয়ের পথেই যাচ্ছিলেন নয় নাম্বারে নামা নাহিদা আক্তার। ১২২ রান থেকে পৌঁছে গিয়েছিলেন ১৩৬ রানে। এর মধ্যে কোনো রান করতে পারেননি তৃষ্ণা। শেষ পর্যন্ত তৃষ্ণা আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূলিস্মাৎ হয়। ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ২৫ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। দলটির পক্ষে উইকেটকিপার শেমাইন ক্যাম্পবেল সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন ও নাহিদা আকতার। রান দেয়ায় কৃপণতা দেখিয়ে দুজনেই শিকার করেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পুরেন জাহানারা আলম, রিতু মনি ও রুমানা আহমেদ।
জেডআই/
Leave a reply