চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে এক শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলা শহরের আনন্দধাম দাস পাড়ার মন্দির প্রাঙ্গণের কাছে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালির আনসার পরমানিকের ছেলে শ্রমিক শরিফুল পরমানিক (৩৫) ও পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আনন্দধাম এলাকার দাসপাড়া নির্মানাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে যায়। পরে শরিফুলকে বাঁচাতে গিয়ে বাড়িতে থাকা সাগর সেপটিক ট্যাংকিতে নামলে সেও অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে ট্যাংকের ভেতর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের দু’জনকে উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply