দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নীলফামারী শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া বামনডাঙ্গা নদী। এক সময়ের প্রমত্তা এই নদী এখন পরিণত হয়েছে নালায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরকারি বরাদ্দ থাকার পরেও প্রভাবশালী মহলের চাপে থেমে গেছে খনন কাজ।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদীর জমি গ্রাস করে তৈরি করেছে বাসাবাড়ি, অটো রাইস মিল, কন্সট্রাকশন ফার্মসহ নানা স্থাপনা। ফলে শহরের পানি নিস্কাশনের একমাত্র মাধ্যমটি পরিণত হয়েছে মরা খালে।
নদী রক্ষায় সরকারের ডেল্টা প্লানের আওতায় গত অর্থবছরে নদীর প্রায় ৭ কিলোমিটার খনন কাজ শুরু করলেও প্রভাবশালীদের বাধার মুখে তা আর শেষ করা যায়নি জানিয়েছেন নীলফামারী ডিভিশনের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী। অন্যদিকে, আইনগত প্রক্রিয়ায় নদীটিকে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এসজেড/
Leave a reply