রাশিয়ার বিরোধিতায় অনিশ্চয়তার মুখে ইউক্রেনে জাতিসংঘের সহায়তা পাঠানোর কার্যক্রম

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে মানবিক বিপর্যয়ের বিষয়টি আবারও অস্বীকার করলো রাশিয়া। দেশটিতে মানবিক সহায়তায় নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য প্রস্তাব উত্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছে মস্কো। ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়লো ইউক্রেনে জাতিসংঘে সহায়তা পাঠানোর বিষয়টি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিশেষ অধিবেশন বসে নিরাপত্তা পরিষদে। এ সময় ইউক্রেনে মানবিক বিপর্যয় এবং সহায়তার বিষয়ে ভোটাভুটির জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। তবে রাশিয়া ভোটাভুটির বিপক্ষে অবস্থান নেয়ায় প্রস্তাব বাতিল হয়ে যায়। উল্টো ইউক্রেনে মার্কিন সহায়তায় জীবাণু অস্ত্রের গবেষণাগার থাকার অভিযোগ তোলে রাশিয়া। এই ইস্যুতে নিরাপত্তা পরিষদে বিশেষ অধিবেশন আহ্বান করে মস্কো। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিরা।

জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন- ইউক্রেনের হাসপাতাল, স্কুল এবং বেসমারিক অবস্থানে হামলার বিষয়ে মিথ্যাচার করছে পশ্চিমা বিশ্ব। সেখানে মানবিক বিপর্যয়ের বিষয়টিও তেমন। ইউক্রেনে যতটা না সংকট সৃষ্টি হয়েছে, রাজনীতি করা হচ্ছে তারচেয়েও বেশি। এ কারণেই এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান মস্কোর। তবে আমরা এই প্রস্তাব বাতিলও করছি না।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, রুশ আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না শিশু হাসপাতাল থেকে শুরু করে থিয়েটার পর্যন্ত। গণকবর খুড়ে মরদেহ মাটিচাপা দেয়া হচ্ছে। অথচ তা নিয়ে দেশটি একের পর এক মিথ্যাচার করছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply