কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশে প্রকাশ্যে অস্ত্রসহ মহড়া দেয়ায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ মার্চ) দুপুরে নগরীর চকবাজারের গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক ও রবিন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তারা প্রকাশ্যে দেশি ও বিদেশি অস্ত্র হাতে মহড়া দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে র্যাবের একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ শুরু করে।
র্যাব জানায়, দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে রাজ্জাক গ্রুপের সদস্য মো. হৃদয়, মো. নিজাম উদ্দিন মিঠু ও ঘটনার মূলহোতা মো. রাজ্জাককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে রবিন গ্রুপের অন্যতম সদস্য দেশীয় অস্ত্রসহ মহড়ায় অংশগ্রহণকারী মো. সজিব মিয়া, ও মো. নাজমুল হাসান দীপুকে গ্রেফতার করে র্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৯টি রামদা এবং স্টিলের তৈরি লাঠি উদ্ধার করা হয়।
/এসএইচ
Leave a reply