রাজধানীর আদাবরে একটি বাসায় দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ আট বছর বয়সী মিতু আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অভিযুক্ত দুলাভাই আলাউদ্দিন তারে শ্যালক বাপ্পী ও শ্যালিকা মিতুকে চকলেট দেয়ার কথা বলে ডেকে নিয়ে গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ছয়টায় মারা যায় মিতু। এর আগে গত মঙ্গলবার আলাউদ্দিন তার শ্যালক বাপ্পী ও শ্যালিকা মিতুকে চকলেট দেয়ার কথা বলে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় ঘাতক।
ঘটনার পরপরই বাপ্পী ও মিতুকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শিশু মিতুর দেহের ৯৮ শতাংশই পুড়ে যায়। এ ঘটনায় মিতুর ভাই দগ্ধ বাপ্পীকে (৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার শরীর দগ্ধ হয়েছে ৮ শতাংশ। পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা বলে জানায় পরিবার।
/এডব্লিউ
Leave a reply