শিক্ষাব্যবস্থায় আসছে ব্লেন্ডেড এডুকেশন পলিসি: শিক্ষামন্ত্রী

|

সাধারণ সময়েও অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য সারাদেশে ব্লেন্ডেড এডুকেশন ন্যাশনাল পলিসি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের বিষয়ে এখনই কোনো দুশ্চিন্তা করার মতো অবস্থা নেই। ব্লেন্ডেড এডুকেশনের একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। যা এই মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

এসময় স্বাস্থ্যবিধি মেনে চললে দেশে আর করোনা ছড়াবে না এবং শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply