রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো দায়ী: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

|

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনা করেছেন। ইউক্রেনে সংঘাত শুরু করার জন্য রাশিয়ার নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না বলে জানিয়েছেন না তিনি। খবর আল জাজিরার।

সিরিল রামাফোসা জানান, রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট সম্প্রসারণের চেষ্টা হলে সেখানে ছোট নয় বরং বর ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে। পশ্চিমা সামরিক জোটটি তাদের নেতাদের এ সতর্কবার্তা আমলে নিলে ইউক্রেনে সংঘাত এড়ানো যেত বলে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার এ প্রেসিডেন্ট।

তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে কিছু মানুষ আমাদের চাপ দিচ্ছেন। কিন্তু এর পরিবর্তে আমরা এমন অবস্থান নিতে চলেছি, যাতে সংলাপ হওয়া উচিত। গলাবাজি করে এই যুদ্ধ থামানো যাবে না।

সিরিল রামাফোসা উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা বলপ্রয়োগ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে প্রশ্রয় দিতে পারে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply