রাশিয়া যে ভুল করেছে তার জন্য তাদের চরম মূল্য দিতে হবে: জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

অবিলম্বে মস্কোর সাথে শান্তি ও নিরাপত্তা আলোচনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এসময় তিনি বলেন, রাশিয়া যে ভুল করেছে তার জন্য তাদের চরম মূল্য দিতে হবে। খবর ফিন্যানশিয়াল টাইমসের।

শনিবার (১৯ মার্চ) দেয়া বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যে ভুল রাশিয়া করেছে তার ক্ষয়ক্ষতি সীমিত রাখার জন্য আলোচনাই একমাত্র সুযোগ।

তিনি বলেন, রাশিয়া যে ভুল করেছে তার জন্য তাদের চরম মূল্য দিতে হবে। দেশটিকে অপূরনীয় ক্ষতির মুখোমুখি হতে হবে। যদি মস্কো এই ক্ষয়ক্ষতি কমাতে চায় তাহলে এটাই তাদের জন্য শেষ সুযোগ। কারণ এটা আলোচনার সময়, এটাই ইউক্রেনের ন্যায়বিচার ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্বহালের সময়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply