‘সিইসি সরকারের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় নির্বাচনের কাজ শুরু করেছে’

|

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় নির্বাচনের কাজ শুরু করেছে। সেই পাতানো নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৯ মার্চ) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা উত্তরের নব নির্বাচিত কমিটি নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর রুহুল কবির রিজভী বলেন, সিইসি বলে বেড়াচ্ছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু বর্তমান সরকার তার সুবিধা মতো করে সংবিধান পরিবর্তন করে নিয়েছে।

বিএনপির এ নেতা দাবি করেন, এই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। সরকার আজীবন ক্ষমতা নিশ্চিতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply