ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো ভিডিওকলে কথা বললেন শি-বাইডেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভিডিও কলে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।

শনিবার (১৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন এবং যুক্তরাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়াকে কোনোরকমের অস্ত্র সহায়তা না দিতে শি জিন পিংকে আহ্বান জানান জো বাইডেন।

হোয়াইট হাউজের অভিযোগ, ইউক্রেনে অভিযান এবং পশ্চিমাদের মোকাবেলায় রাশিয়াকে সরাসরি সহায়তা করছে চীন। সেই অবস্থান থেকে বেইজিংকে সরে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ বন্ধে বিশেষ কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি গণমাধ্যমে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply