মেয়েদের দলগত রিকার্ভেও ভারতকে হারালো বাংলাদেশ

|

থাইল্যান্ডের আর্চারি থেকে আরেকটি সুখবর পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে এশিয়া কাপ আর্চারি স্টেজ-১ এ শনিবার (১৯ মার্চ) মিশ্র দ্বৈতের পর মেয়েদের দলগত বিভাগেও ভারতকে হারিয়ে সোনা জিতেছে দল।

মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী। এদিনই ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জেতেন রোমান সানা-নাসরিন জুটি।

থাইল্যান্ডের এই প্রতিযোগিতা থেকে এখন পর্যন্ত দুটি সোনা জিতেছে বাংলাদেশ। তবে আরও একটি জিততে যাচ্ছে। আর একটু পরই শুরু হবে রিকার্ভ মহিলা এককের ফাইনাল। তাতে ফাইনাল খেলবে দুই বাংলাদেশি। যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই খেলোয়াড়ের উপস্থিতি এই প্রথম। আর তাতে এ ফাইনাল থেকে বাংলাদেশেই আসছে স্বর্ণ৷

আরও পড়ুন: ভারতকে হারালো বাংলাদেশ, রোমান সানা-নাসরিন জুটি এশিয়ার সেরা

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply