বাংলাদেশ এখন হাইব্রিড সরকারের অধীনে: মোশাররফ হোসেন

|

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

বাংলাদেশ এখন হাইব্রিড সরকারের অধীনে এমন মন্তব্য করে দেশের বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই হাইব্রিড সরকার টিকে থাকার জন্য দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে। এটা আমাদের কথা নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

শনিবার (১৯ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে খোন্দকার দেলোয়ার হোসেনের ১১-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বিএনপিতে খোন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকা ছিল অপরিসীম। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বর্তমানে দেশের অবস্থা ঠিক আগের মতো হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তাই তাকে স্মরণ করতে হলে দেশের জন্য তার মতো ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলে মরহুমের আত্মা শান্তি পাবে বলেও উল্লেখ করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply