যুদ্ধের ১১ বছর পর আরব আমিরাত সফরে সিরিয়ান প্রেসিডেন্ট

|

গৃহযুদ্ধ শুরুর ১১ বছর পর কোনো আরব দেশ সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আলজাজিরা বলছে, শুক্রবার (১৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন এ নেতা।

এদিন আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আক নাহিয়ানের সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ অর্থনৈতিক ইস্যুতে আলোচনা করেন তারা।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পরই দামেস্কের সাথে দূরত্ব তৈরি হয় আরব দেশগুলোর। তাই বাশার আল আসাদের এ সফরকে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, সম্প্রতি দামেস্কের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানিয়েছে কয়েকটি আরব দেশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply