হিজাবের অনুমতি না দেয়ায় ভারতে ২৩১ শিক্ষার্থীর পরীক্ষা বর্জন

|

ছবি: সংগৃহীত

হিজাব পরে পরীক্ষা দেয়ার অনুমতি না মেলায় পরীক্ষা বর্জন করেছে ভারতের ২৩১ মুসলিম শিক্ষার্থী।

শুক্রবার (১৮ মার্চ) কর্ণাটক রাজ্যের এক কলেজে এ ঘটনা ঘটে।

এদিন, হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে যান মুসলিম নারী শিক্ষার্থীরা। কিন্তু তাদের পরীক্ষায় বসার অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। আদালতের আদেশ অমান্য করলে পরীক্ষায় অংশ নেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে মুসলিম শিক্ষার্থীরা। এক পর্যায়ে পরীক্ষা বর্জন করেন ২৩১ জন, যার মধ্যে ছাত্রও রয়েছেন।

সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় শুরু হয় কর্ণাটকে। পরে আদালতও এ নিষেধাজ্ঞা বহাল রাখে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply