সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৭ রান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

সেঞ্চুরিয়নে প্রথম ওডিআইতে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সেই জয়ের রেশ মিলিয়ে না যেতেই আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে। দুপুর ২টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম বাহিনী। আজ জয় পেলে সিরিজ বাংলাদেশের মুঠোয়।

প্রথম ম্যাচে টস জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে তিন পরিবর্তন। খেলছেন না মারকাম, জ্যানসেন আর ফেহলুকয়ো। আছেন ডি কক, পারনেল ও শামসি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply