মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আঁততায়ীর গুলিতে এক ফিলিস্তিনি শিক্ষাবিদ খুন হয়েছেন। শনিবার সকালে ফজরের নামাজে মসজিদে যাওয়ার সময় দুই অজ্ঞাত ব্যক্তি ফাদি আল বাতশকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ বলছে, তারা এখনো জড়িত কাউকে ধরতে পারেনি। এদিকে ৩৫ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় শিক্ষককে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে থাকতে পারে বলে তার পরিবার অভিযোগ করেছে। ফাদি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সক্রিয় সদস্য।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, সন্দেহভাজনরা ইউরোপিয় কোনো দেশের নাগরিক এবং তাদের সাথে বিদেশি কোনো সংস্থার সংযোগ থাকতে পারে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান দাতুক সেরি মানসুর লাজিম জানিয়েছেন, হত্যাকারী দুই ব্যক্তি স্থানীয় একটি আবাসিক ভবনের সামনে ফাদির জন্য ২০ মিনিট ধরে অপেক্ষা করছিলো। বাসা থেকে মসজিদে যাওয়ার জন্য বের হওয়ার পর তার উপর ১০টি গুলি করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মালয়েশিয়া পুলিশ এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।
Leave a reply