বুন্দেসলিগায় পাঁচ মৌসুমে ৩০টি করে গোল করে জার্ড মুলারের ৪৮ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।
শনিবার (১৯ মার্চ) ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে জোড়া গোল করেন লেভা। যার সুবাদে চলতি মৌসুমে তার গোল সংখ্যা হয়েছে ৩১টি। সেই সাথে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেছেন ৪৫ গোল।
এর আগে, এই রেকর্ডটি করেছিলেন বায়ার্ন মিউনিখের জার্ড মুলার। এক মৌসুমে ৪০ গোল করার জার্ড মুলারের রেকর্ড গত বছরই ভেঙেছিলেন লেভানদোভস্কি। এবার, বুন্দেসলিগায় সর্বোচ্চ পাঁচ মৌসুমে ৩০ বা তার চেয়ে বেশি গোলের রেকর্ডটি যৌথভাবে মুলার ও লেভার দখলে।
আরও পড়ুন: শিরোপা জয় নয়, ৩ পয়েন্টের জন্যই মাদ্রিদের বিরুদ্ধে লড়বে বার্সা
এম ই/
Leave a reply