বাংলাদেশের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে শুভ সূচনা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৬ বলে অর্ধশতক হাঁকিয়েছেন ডি কক। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুই ব্যাটার অবিচ্ছিন্ন থেকে ৯ ওভারে তুলেছেন ৭০ রান। জয়ের জন্য এখনো প্রোটিয়াদের প্রয়োজন ২৪৬ বলে ১২৫ রান।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে নতুন বলে দলকে সাফল্য এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। কিন্তু রুদ্রমূর্তি ধারণ করে কুইন্টন ডি কক হয়তো একটি বার্তাই পৌঁছে দিতে চাইলেন টাইগার শিবিরে, একই ঘটনা বারবার ঘটতে দেবেন না তারা, অন্তত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে নয়। তাসকিন আহমেদের এক ওভারে দুর্দান্ত টাইমিংয়ে অন সাইডে বিশাল ছয়, স্ট্রেইট ড্রাইভ ও স্কয়ার কাটে বাউন্ডারি হাঁকিয়ে বুঝিয়েছেন, ব্যাটে বেশ ভালোভাবেই বল পাচ্ছেন তিনি। ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ২৭ বলে ৫০ রান নিয়ে ব্যাট করছিলেন প্রোটিয়াদের উইকেটকিপার ব্যাটার ডি কক। অন্যদিকে, ইয়ানেমান মালান খেলছেন ১৯ রান নিয়ে।
এর আগে, কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ আফিফ হোসেনের বীরত্বে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে।
এম ই/
Leave a reply