কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকার বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তবে এখনই আগুন লাগার কারণ সম্পর্কে কিছুৃই জানতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানায়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ আগুন লেগে থাকতে পারে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যার কিছু পরে বেলতলার ৯ নং বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস সংবাদ পেয়েছে ৮টা ৫০ মিনিটে। ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বস্তিটিতে প্রায় ৮শ ঘর রয়েছে। অন্তত চার হাজার মানুষ এই বস্তিতে বাস করে বলে ধারণা করা হচ্ছে। আগুন থেকে বেঁচে আসা একজন ভুক্তভোগী জানান, হঠাৎ আগুনের কথা শুনে দৌড়ে পালিয়ে আসেন তারা। তবে সবাই আগুন থেকে বের হতে পেরেছে কিনা, তা নিশ্চিত না কেউ।

২০১৬ থেকে এখন পর্যন্ত অন্তত ৯বার এই বস্তিতে আগুন লাগে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply