কেমন আছেন কল্যাণপুরের পোড়াবস্তির বাসিন্দারা?

|

খোলা আকাশের নিচে বসবাস করছে কল্যাণপুরের বেলতলা বস্তির কয়েকশ মানুষ। গতরাতে আগুনে পুড়ে ছাই হওয়া ২শ বসতঘরের বাসিন্দারা জানেন না, কোথায় থাকবেন, কীভাবেই বা ঘুরে দাঁড়াবেন তারা। ২০১৬ থেকে এখন পর্যন্ত ১০ বার এই বস্তিতে আগুন লাগে। বারবার আগুন লাগার কারণে বস্তিটি স্থানীয়দের কাছে ‘পোড়াবস্তি’ নামে পরিচিত হয়ে গেছে। এত ঘন ঘন আগুন লাগার কারণ সম্পর্কে কেই কিছু অনুমান করতে পারছে না।

তবে নিজেদের কাছে যেটুকু সহায় সম্বল রয়েছে তা নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে এই ছিন্নমূল মানুষগুলো। সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা বেলতলা বস্তির মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম দেবার ব্যবস্থা করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের ঘর আবারও ফিরে পায় সেই দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যার কিছু পরে বেলতলার ৯ নং বস্তিতে আগুনের সূত্রপাত হয়। রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ২০০ ঘর পুড়ে যায়। বস্তিটিতে প্রায় ৮শ ঘর রয়েছে। অন্তত চার হাজার মানুষ এই বস্তিতে বাস করে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, রান্নার চুলা, বৈদ্যুতিক শট শার্কিট থেকে বস্তিটিতে আগুন লাগার ঘটনা ঘটে। সবশেষ ২০২০ সালে সেখানে অগ্নিকাণ্ড ঘটে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply