দোনবাস থেকে জাতীয়তাবাদীদের উৎখাতে রুশ বাহিনীর বিশেষ অভিযান

|

ছবি: সংগৃহীত

স্বাধীন ঘোষণা করা ইউক্রেনের দোনবাস থেকে কট্টর জাতীয়তাবাদীদের উৎখাতে বিশেষ অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। মস্কোর দাবি, গেলো ২৪ ঘণ্টায় ১২ কিলোমিটারের বেশি এলাকা থেকে বিতারিত করা হয়েছে ইউক্রেন যোদ্ধাদের। খবর আল জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, দোনবাসের জনবসতি এলাকা অবরোধ করে চালানো হচ্ছে অভিযান। কোনোভাবেই যেন সেখানে কট্টর জাতীয়তাবাদীরা সাধারণ মানুষের ওপর নির্যাতন না চালাতে পারে সেজন্যই এ অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে ধ্বংস করা হয়েছে তাদের দুটি ট্যাংক, তিনটি সাঁজোয়া যান ও বেশকিছু অস্ত্র।

ইগোর কোনাসেনকোভ আরও বলেন, দোনবাসের জাতীয়তাবাদীরা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছে। সেই হামলার দায় রাশিয়াকে দেয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

আরও পড়ুন: নিজ দেশে ফিরে যাও, রুশ বাহিনীর সামনেই ইউক্রেনীয়দের বিক্ষোভ

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply