১২ ঘণ্টা অস্ত্রোপচারের পর আলাদা করা হলো দুই বোনকে

|

স্বাভাবিক জীবনে ফিরেছে নীলফামারীর জোড়া শিশু লাবিবা-লামিজা। ১২ ঘণ্টা অস্ত্রোপচারের পর দুই বোনকে পৃথক করা হয়। দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলের অটিতে নেয়া হয় নীলফামারির জোড়া লাগানো শিশু লাবিবা-লামিজাকে। টাকা ১২ ঘণ্টা অস্ত্রোপচারের পর তাদের পৃথক করতে সক্ষম হন ৩৮ সদস্যের চিকিৎসকদের টিম।

তবে অস্ত্রোপচারে বেশ কিছু জটিলতা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক আসরাফ উল হক কাজল। বলেন, লাবিবা পরিপূর্ণ সুস্থ জীবন পেলেও, কিছুটা জটিলতা আছে লামিজার। তবে, তিন বছর বয়সী সন্তানদের সফল অস্ত্রোপচারে সন্তুষ্ট বাবা-মা।

এখন পর্যন্ত দেশে জোড়া লাগা ১৬ শিশুর অস্ত্রোপচার হয়েছে। যার মধ্যে ১৪ জন্য বিভিন্ন কারণে মারা গেছে। তবে সম্প্রতি অস্ত্রোপচার করা রাবেয়া-রোকেয়া ও তোফা-তহুয়া স্বাভাবিকভাবে জীবন যাপন করছে। এখন সুস্থ জীবনের পথে লাবিবা-লামিজা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply