ইউক্রেনের সেনাদের সাথে যুদ্ধে সোমবার (২১ মার্চ) মৃত্যু হয়েছে প্রায় ৩শ’ রুশ সেনার, এমন দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। এছাড়া এদিন অন্তত আট হাজার ইউক্রেনীয় নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়েছেন বলেও জানায় সেনাবাহিনী। খবর আলজাজিরার।
সোমবার (২১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে আলজাজিরা জানায়, ইউক্রেনের শক্ত প্রতিরোধে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার রুশ বাহিনী। এমনকি অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পরিকল্পনা বদলাতেও বাধ্য হয়েছে মস্কো। দেশ থেকে আনতে হচ্ছে আরও সেনাবহর, এমন দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর।
এদিকে, রাজধানী কিয়েভে অবস্থানরত সেনারা জানিয়েছে, ক্রাইমিয়ার সাথে যোগাযোগে ব্যবহৃত করিডোরটি দখলে নিয়েছে রুশ বাহিনী। ফলশ্রুতিতে বন্ধ হয়ে গেছে আজভ সাগরের সাথে ইউক্রেনের যোগাযোগ।
/এসএইচ
Leave a reply