ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ ফিল্ড কমান্ডার কে, জানে না যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রায় এক মাস হতে চলছে। সেখানে রাশিয়ার শীর্ষ ফিল্ড কমান্ডার কে হতে পারেন সে সম্পর্কে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রতিরক্ষা কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনে রণক্ষেত্র পরিচালনায় রাশিয়া কাকে দায়িত্ব দিয়েছে সে ব্যাপারে ধোঁয়াশার কারণে হয়তো সেখানে আপাতদৃষ্টিতে রুশ বাহিনীর এমন ‘কৌশলহীনতা’ ও ‘অব্যবস্থাপনা’ দেখা যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করেন, ইউক্রেনজুড়ে হামলা চালানো রুশ বাহিনীর ইউনিটগুলোর নিজেদের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। অবস্থা দেখে মনে হচ্ছে, কোনো একক নেতৃত্ব ছাড়াই ইউনিটগুলো ‘স্বাধীনভাবে’ পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রুশ সেনা ও কমান্ডাররা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে কখনো কখনো বাণিজ্যিকভাবে পরিচালিত মোবাইল ফোন ও অন্যান্য ‘অনিরাপদ মাধ্যম’ ব্যবহার করছেন। এর ফলে কখনো কখনো রুশ বাহিনীর মধ্যে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হচ্ছে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো বিস্মিত।

ইউরোপে মার্কিন সেনাবাহিনীর সাবেক কমান্ডার লেফটেনেন্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, যুদ্ধের মৌলিক নিয়ম হলো এখানে ইউনিটগুলোর ঐক্য বজায় রাখতে একজন শীর্ষ কমান্ডার থাকবে। এর মানে কাউকে না কাউকে পুরো যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। তার নির্দেশে সব ইউনিটের সমন্বয়ের মাধ্যমে সবকিছু পরিচালিত হবে। তিনি যুদ্ধের জয়-পরাজয় পর্যালোচনা করবেন।

রণক্ষেত্রে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ মোট কতজন রুশ সেনা নিহত হয়েছেন যে বিষয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনীয়দের দাবি, যুদ্ধের প্রথম ৩ সপ্তাহে ৫ রুশ জেনারেল নিহত হয়েছেন। তবে তাদের সেই দাবি তাৎক্ষণিকভাবে সিএনএন যাচাই করতে পারেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply