আইসিসি নারী বিশ্বকাপে ভারতের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২২ মার্চ) ২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস।
এর আগে, হ্যামিলটনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন দুই ওপেনার শেফালি ভারমা ও স্মৃতি মান্দানা।
এরপর রিতু মণির এক ওভারেই দুই ওপেনারকেই সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় বাংলাদেশ। স্বস্তিকা ভাটিয়ার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। আর শেষ দিকে পূজার ৩০ রানে ২২৯ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩২ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। ভারতের হয়ে স্নেহ রানা নেন ৪ উইকেট।
/এসএইচ
Leave a reply